এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
ইউক্রেনের দখলকৃত এলাকায় স্থানীয় নির্বাচন করল রাশিয়া
২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালানোরে পর রাশিয়া দেশটির লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন প্রদেশের অনেক এলাকা দখল করে নিয়েছে। এর আগেই ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল ও রাশিয়ার সঙ্গে একীভূত করে নেয়।
ক্রেমলিনের দাবি করছে যে, তারা আপাতত ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ এলাকা তাদের দখলে রয়েছে। সম্প্রতি দখল করা এলাকাগুলিতে নিজেদের আধিপত্য আরও জোরদার করতেই মস্কো সেখানে স্থানীয় নির্বাচনের আয়োজন করেছে। ভোটগ্রহণ সম্পন্ন হলেও এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী ১০ সেপ্টেম্বরের আগে জানা যাবে না।
বিষয়টি জানার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার। কিয়েভের তরফে ওই চার এলাকার মানুষদের মস্কো আয়েজিত ভোটে অংশ না নিতে আহ্বান জানানো হয়েছে। বাসিন্দারা যাতে ওই এলাকাগুলো ছেড়ে আপাতত অন্যত্র চলে যান, সেই অনুরোধও করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।
কিয়েভে বসবাসকারী মারিউপলের বাসিন্দা ভাদিম বইচেনকো বলেন, সেখানকার লোকদের অস্ত্রের মুখে ভোট দিতে বাধ্য করছে দখলদার রুশ বাহিনী। তিনি ভোটকে একটি লজ্জার বিষয় বলে বর্ণনা করেন।
ইউক্রেনের কর্মকর্তারা এ নির্বাচনকে অবৈধ বলে অভিহিত করেছেন। তারা বলেন, এ নির্বাচন থেকে বুঝা যাচ্ছে মস্কোর সঙ্গে কোনো ধরণের আলোচনা অনুষ্ঠান কেন অসম্ভব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি