এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২২, ১২:০৫ পিএম
হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ ৩১ মে থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।
গ্যাজপ্রম বলেছে, ৩০ মে ব্যবসায়িক লেনদেনের শেষদিন থাকলেও তারা হল্যান্ডের গাস আমদানিকারক কোম্পানি গ্যাস টেরার কাছ থেকে গ্যাসের দাম পায় নি। একারণে গ্যাজপ্রম হল্যান্ডের কোম্পানিকে গ্যাসের সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে। গ্রাজপ্রমের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।
এর আগে হল্যান্ডের ওই কোম্পানি গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছে গ্যাজপ্রম এক্সপোর্ট এর কাছে। তারা বলেছে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে রাশিয়া বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে কেনা তেল এবং গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে