ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারালো ভারত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারালো ভারত

 পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারালো ভারত

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে শনিবার পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পঞ্চম ওভারে হানা দেয় বৃষ্টি। এতে কপাল পুড়েছে রোহিতের। বৃষ্টি শেষে মাঠে ফিরেই রোহিতকে ১১ রানে বোল্ড আউট করে সাজঘরে ফেরান পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে কোহলিকে ৪ রানে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান তিনি।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন গিল ও আইয়ার। তবে ১০ম ওভারে আইয়ারকে ফেরান হারিস রউফ। এতে পাওয়ারপ্লে-তে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গিল ৬ এবং কিশান ২ রানে ব্যাট করছেন।

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি