এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
আর কখনো ন্যাড়া হব না: শাহরুখ
৩০ বছরেরও বেশি চলচ্চিত্র ক্যারিয়ারে পর্দায় বলিউড বাদশাহ শাহরুখ খান হাজির হয়েছেন বিভিন্ন সময় নানা রূপে। কিন্তু কখনো ন্যাড়া মাথার শাহরুখকে দেখেননি তার ভক্তরা। তবে এই অভিনেতার নতুন সিনেমা ‘জওয়ান’-এ প্রথমবারের মতো এমন লুকে দেখা যাবে তাকে। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার। যেখানে বলিউড বাদশাকে দেখা গেছে বিভিন্ন অবতারে। আলোচনায় এসেছে তার টাক মাথার লুকও। তবে শাহরুখ জানালেন এই লুকে কাজ করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘জওয়ান’-এর ট্রেলার প্রদর্শনের পর এ প্রসঙ্গে কথা বলেন শাহরুখ। তিনি বলেন, ‘এই শেষ, আর কখনো ন্যাড়া হবো না। এই সিনেমায় জীবনে প্রথমবার ন্যাড়া হয়েছি। এটাই আমার প্রথম ও শেষবার ন্যাড়া হওয়া। আপনারা আমার মান রাখবেন আশা করছি। আপনাদের জন্য ন্যাড়াও হয়ে গেলাম। আশা করব সিনেমাটা দেখতে যাবেন সকলে। কে জানে, আর কখনো আমাকে এমন অবতারে দেখতে পাবেন কি না!’
আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এটি হবে শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জওয়ান। এতে আরো অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, দীপিকা পাড়ুকোন প্রমুখ। এটি পরিচালনা করেছেন দক্ষিণের ‘হিটমেকার’খ্যাত পরিচালক অ্যাটলি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি