এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
বিকালে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ
কোচ হাথুরুসিংহে আর অধিনায়ক সাকিব আল হাসান আজকের ম্যাচ জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। তবে বাস্তবতা হলো, এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে যে দলটি আসরে অংশ নিয়েছিলো, এখন সেই বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকা নিয়েই নানা প্রশ্ন দেশের ক্রীড়া মহলে। শ্রীলঙ্কার তুলনায় আফগানিস্তানকে বর্তমান সময়ে ঢের শক্তিশালী মনে করছেন দেশের সাবেক ক্রিকেটাররা। লঙ্কানদের বিরুদ্ধে হার দিয়ে এশিয়া কাপ শুরু করা টাইগাররা রোববার আফগানদের বিরুদ্ধে কেমন পারফরম করতে পারে, সেটা নিয়েই যেনো সর্বত্র চুলচেড়া বিশ্লেষণ চলছে।
তবে মাঠে যারা খেলবেন সেই সাকিব-মুশফিকরা কিন্তু জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। আফগানদের বিরুদ্ধে সেরাটা উজার করে খেলবে ‘ওরা ১১ জন’। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর লাল-সবুজের দেশ। আফগানিস্তানের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৩টায়।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সহ-আয়োজক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। এই ফরম্যাটে গ্রæপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রæপ পর্বে তিন দলের মধ্যে সেরা দু’দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।
আজ বাংলাদেশ জয় পেলে আফগানিস্তানকে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে। যা নিঃসন্দেহে তাদের জন্য কঠিন কাজ। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতায় এশিয়া কাপের এই ম্যাচে কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে আফগানিস্তান। পরিসংখ্যানের দিক দিয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশই। দুই দলের লড়াইয়ে ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে বাংলাদেশ আর ৬টি জিতেছে আফগানিস্তান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি