ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পুরস্কার অনুষ্ঠানে রাশিয়া ইরান বেলারুশের আমন্ত্রণ প্রত্যাহার করল নোবেল ফাউন্ডেশন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

পুরস্কার অনুষ্ঠানে রাশিয়া ইরান বেলারুশের আমন্ত্রণ প্রত্যাহার করল নোবেল ফাউন্ডেশন

 পুরস্কার অনুষ্ঠানে রাশিয়া ইরান বেলারুশের আমন্ত্রণ প্রত্যাহার করল নোবেল ফাউন্ডেশন

সুইডেনের রাজধানী স্টকহোমে ১০ ডিসেম্বর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার ফাউন্ডেশন অনুষ্ঠানে যোগদানের দেশ তিনটিকে আমন্ত্রণ জানিয়েছিল।

নোবেল ফাউন্ডেশন বলেছিল যে, তারা নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত সব দেশের রাষ্ট্রদূতকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।কিন্তু এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে তারা মাত্র দুইদিন পর গত শনিবার দেশ তিনটির আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা ঘোষণা দেয়।

সুইডেনের কয়েকজন এমপি শুক্রবার বলেন যে, নোবেল ফাউন্ডেশন তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে তারা পুরস্কার বিতরনি অনুষ্ঠান বর্জন করবেন।

গত বছরের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানেও দেশ তিনটিকে আমন্ত্রণ জানানো হয়নি ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি