এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
পাকিস্তান-চিনকে এক সুরে বার্তা মোদীর, জি-২০ সম্মেলনের আগে চড়ল পারদ
অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল-সহ ভারতের ভু-খণ্ডকে তাদের বলে মানচিত্র প্রকাশ করেছিল চিন। জি-২০ সম্মেলনের আগে চিনের এই কীর্তির কড়া সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। চিন ও পাকিস্তানকে এক সুরে নিশানা করে আলোচনার বার্তাও দিলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে হঠাৎই জম্মু ও কাশ্মীরে জি২০ সম্মেলন নিয়ে চিন ও পাকিস্তানের বার্তা প্রকাশ্যে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশকেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জি২০ সম্মেলনকে ভারত ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি