এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবির পর, বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। রোববার পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন এবং হাসান মাহমুদ। অন্যদিকে তিন স্পিনার, দুই অলরাউন্ডার ও একজন পেসার নিয়ে মাঠে নামছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি