ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

 মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

 এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবির পর, বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। রোববার পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের সামনে পাহাড় সমান ৩৩৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

এদিন ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই রান তুলতে থাকেন নাঈম । দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম। ৩২ বলে ২৮ রান করে সাজ ঘরে ফেরেন এই ওপেনার। এরপর সবাইকে চমক দিয়ে ব্যাটিংয়ে আসেন তাওহীদ হৃদয়।

তবে এদিন ব্যাট হাতে আলো ছড়াতে  পারেনি এই ডান হাতি ব্যাটার। চতুর্থ উইকেটে মিরাজকে সঙ্গ দেন নাজমুল হাসান শান্ত। এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন মিরাজ-শান্ত। এর আগে এশিয়া কাপের জুনাইদ সিদ্দিকী সঙ্গে ১৬০ রানের জুটি গড়ে রেকর্ড করেছিলেন ইমরুল কায়েস। এবার তাদের ছাড়িয়ে গেলেন এই দুই টাইগার ব্যাটার।

এরপর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। এর আগে ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তিনি। ১১৫ বলে আফগানদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

অন্যদিকে মিরাজের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন শান্ত। গত ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৮৯ রান করে আউট হলেও এই ম্যাচে ১০১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত। ১১২ রানে হাতে আঘাত পেয়ে মিরাজ মাঠ ছাড়লে ১০৪ রানে রান আউট হন শান্ত। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুশফিক। তবে ইনিংস বড় করতে পারেনি মুশফিক। ১৫ বলে ২৫ রান করে আউট হন তিনি।

এরপর দ্রুত রান তুলতে থাকেন সাকিব। শেষ পর্যন্ত আফিফের ৩ বলে ৪ রান এবং সাকিবের ১৮ বলে অপরাজিত ৩২ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে গুলবাদিন ও মুজিবুর রহমান একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি