ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

মিশা ও শিলাকে গরু উপহার দিয়েছেন ডিপজল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

মিশা ও শিলাকে গরু উপহার দিয়েছেন ডিপজল

 মিশা ও শিলাকে গরু উপহার দিয়েছেন ডিপজল

শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। ছবিটি নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও মুক্তির আগের দিন সংবাদ সম্মেলনে ছবির নায়িকা শিরিন শিলার একটি বক্তব্য নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। তিনি সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিনেতা ডিপজল তাকে একটি গরু উপহার দিয়েছেন। আর তা নিয়েই নেটমাধ্যমে শুরু হয় ট্রল।

এবার শিরিন শিলা জানালেন, ডিপজল শুধু তাকেই নয় খল অভিনেতা মিশা সওদাগরকেও একটি গরু উপহার দিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এই ছবির শুটিং চলছিল সাভারে ডিপজল ভাইয়ের ফার্ম হাউস এলাকায়। আর ডিপজল ভাই বড় কলিজার মানুষ। জায়েদ খানসহ অনেক শিল্পীকেই নানা সময়ে নানা ধরনের উপহার দেন তিনি। ওই দিন আমাকে একা গরু উপহার দেননি, মিশা ভাইকেও দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে নায়িকার সেই বক্তব্য নিয়ে বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে শুরু করে ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে ট্রল হচ্ছে। এগুলো দেখে খারাপ লাগছে কি না? এমন প্রশ্নের জবাবে শিলা বলেন, ‘খারাপ লাগছে না। কারণ, এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। একশ্রেণির মানুষ অনুষ্ঠানে গিয়ে এ সবই খুঁজে বেড়ান। এ ধরনের ফুটেজ তাদের কাছে মহামূল্যবান। পেলেই ছড়িয়ে দেন। তবে খারাপ লাগছে এই ভেবে, অনুষ্ঠানটি ছিল সিনেমার। তার খবর না দিয়ে ওই একটি বক্তব্য পুঁজি করে কনটেন্ট বানানো হচ্ছে। সেটি প্রচার করে চ্যানেলে, পেজে লাইক, মন্তব্য, রিচ বাড়ানোর ধান্দা।’

এদিকে, ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা মুক্তির দুদিন পেরিয়ে গেলেও কোনো শিল্পীকে সিনেমা হলে ছবির প্রচার-প্রচারণায় দেখা যায়নি। সামাজিক মাধ্যমে এই ছবি নিয়ে তেমন আলোচনা না থাকলেও ডিপজলের বিপরীতে শিলার অভিনয় করা নিয়ে চলছে সমালোচনা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর আগে মৌসুমী, পূর্ণিমা, রেসিদের মতো বড় বড় তারকারা তো তার বিপরীতে কাজ করেছেন। তারা যখন করেছেন, আমরা তো অনেক পরের, করতেই পারি। দেখুন, ডিপজল ভাইকে দর্শকেরা ভালোবাসেন; কিন্তু আমরা সিনেমার মানুষ, নিজেদের নিজেরাই পচাই। বিষয়টি খুবই নোংরা, অস্বস্তিকর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি