ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

খার্তুমে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

খার্তুমে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

 খার্তুমে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

 উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে এই হামলায় নিহতদের দুই শিশু। রোববার সুদানের অধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

শহরের প্রতিরোধ কমিটি নামের একটি সংগঠন বিবৃতিতে জানিয়েছে, খার্তুমের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

এর আগে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। কারণ মরদেহগুলো বিস্ফোরণে এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে যা হাসপাতালে নেওয়া যাচ্ছে না।

প্রতিরোধ কমিটিটি সুদানের স্বেচ্ছাসেবক গোষ্ঠীর মধ্যে একটি, যারা গণতন্ত্রপন্থী বিক্ষোভের আয়োজন করত এবং এখন সেনাবাহিনী ও আধাসামরিক যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে আটকা পড়া পরিবারগুলোকে সহায়তা প্রদান করে।

১৫ এপ্রিল থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে লড়াই শুরু হয়। দেশটির দুই বাহিনীর মধ্যে এই সংঘর্ষে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি