ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

তিন লাখ নতুন সেনা নিয়োগ করেছে রাশিয়া: মেদভেদেভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

তিন লাখ নতুন সেনা নিয়োগ করেছে রাশিয়া: মেদভেদেভ

 তিন লাখ নতুন সেনা নিয়োগ করেছে রাশিয়া: মেদভেদেভ

চলতি বছর রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় ২ লাখ ৮০ হাজার নতুন সেনা নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পর্ষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রোববার (৩ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এসব সেনা রিজার্ভ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য বিভাগে যোগদান করেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১৯ মাসে গড়িয়েছে। অজনপ্রিয় হওয়ায় আরেক দফা জাতীয়ভাবে বাধ্যতামূলক সেনা সংগ্রহ না করলেও সামরিক বাহিনীতে নিয়োগে সক্রিয় প্রচারণা অব্যাহত রেখেছে দেশটি। রাশিয়ার সবচেয়ে পূর্ব দিকের দ্বীপ শাখালিন ভ্রমণের সময় মেদভেদেভ এ কথা বলেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ হতাহতের কারণে সেনাবাহিনীর শক্তি বাড়াতে মস্কো প্রতিবেশী দেশগুলোর নাগরিক ও অভিবাসীদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করছে। মার্কিন কর্মকর্তার গত মাসে জানান যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১ লাখ ২০ হাজার সেনা নিহত এবং ১ লাখ ৮০ হাজার আহত  হয়েছে।

ইউক্রেনের দক্ষিণে বড় ধরণের রুশ হামলা এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে গত শনিবার দিবাগত রাতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, দক্ষিণ ওদেসা অঞ্চলে রাতের ওই হামলার সময় তারা রাশিয়ার ২২টি ড্রোন ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী লিখেছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে রাশিয়া দফায় দফায় হামলা চালায়। হামলায় ‘শাহেদ-১৩৬/১৩১’ ড্রোন ব্যবহার করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ইরানের তৈরি মোট ২৫টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায়। এর মধ্যে ২২টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়  এক বিবৃতিতে জানিয়েছে, রোমানিয়া সীমান্তের কাছে ওদেসা অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রুশ বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনীর যানগুলোতে জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে বেশ কিছু ড্রোন ব্যবহার করে এ হামলা চালায় তাদের বিমানবাহিনী। দানিউব নদীর বাঁ তীরে অবস্থিত রেনি বন্দরে এসব স্থাপনা অবস্থিত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি