ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মিরাজকে ওপেনিংয়ে আনার কারণ জানালেন সাকিব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

মিরাজকে ওপেনিংয়ে আনার কারণ জানালেন সাকিব

 মিরাজকে ওপেনিংয়ে আনার কারণ জানালেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণ মাথায় রেখে রোববার মাঠে নেমেছিলো বাংলাদেশ দল। এই ম্যাচে চমক দিয়ে প্রথমবার ওয়ানডেতে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলো মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে বাজিমাত করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। ১১৯ বলে ১১২ রান করে চোট নিয়ে মিরাজ মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে মিরাজকে ওপেন করানোর কারণ জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।

পেসারদের প্রশংসাও করেছেন এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, আমার মনে হয় আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি। তিনজন পেসারই হৃদয় দিয়ে বল করেছে। গত দুই তিন বছর ধরেই খুব ভালো বল করছে। আজকের দিনটাও তাদের জন্য আরেকটি এমন দিনই। তারা প্রতিদিনই উন্নতি করছে। আমার মনে হয় এই ম্যাচ তাদের আরেকটু বাড়তি আত্মবিশ্বাস দেবে, কারণ এই উইকেটে বল করা সহজ ছিল না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি