ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

২২ বছর পর প্রিন্স মাহমুদের সঙ্গে শাকিব খানের দেখা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

২২ বছর পর প্রিন্স মাহমুদের সঙ্গে শাকিব খানের দেখা!

  ২২ বছর পর প্রিন্স মাহমুদের সঙ্গে শাকিব খানের দেখা!

২০০১ সালের দিকে মগবাজারের চৌরাস্তার গলিতে গানের সব জনপ্রিয় মানুষদের আনাগোনা ছিলো। সেখানে নিয়মিত পাওয়া যেত কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, প্রয়াত শেখ ইশতিয়াক ও প্রিন্স মাহমুদদের। ব্যান্ড গানে গীতিকার, সুরকার হিসেবে প্রিন্স মাহমুদের তখন জয়জয়কার চারদিকে। কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন তিনি। হঠাৎ একটি নতুন বিল্ডিংয়ের খোঁজ পান। সেখানে যাওয়ার পর প্রথম বারের মতো দেখা হয় সেসময়কার চলচ্চিত্রের উঠতি অভিনেতা শাকিব খানের সঙ্গে।

সেসময় বাংলা চলচ্চিত্রে নতুন নায়ক হিসেবেই পরিচিত ছিলেন শাকিব খান। প্রিন্স মাহমুদের ভাষায়, পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক। দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ঢালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাত মেলালেন। কুশল বিনিময় হলো। এরপর ২২ বছরেরও বেশি সময় তাদের আর দেখা হয়নি।

এই দীর্ঘ সময় পর আবার দেখা হলো দুজনার। এবার আর কারো সঙ্গেই কাউকেই পরিচয় করিয়ে দিতে হলো না। প্রিন্স মাহমুদের মতো এতদিনে শাকিব খানের নামও চারদিকে ছড়িয়ে পড়েছে! ২০০১ সালের নতুন নায়ক শাকিব এখন দেশব্যাপি পরিচিত। দীর্ঘ ২২ বছর পর চলতি মাসের প্রথম দিন তাদের দেখা হয়। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সিনেমা দেখা উপলক্ষ্যে মহাখালির এসকে টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই উপস্থিত হন এই সিনেমার নায়ক শাকিব খান এবং সিনেমাটির সবচেয়ে প্রশংসিত ‘ইশ্বর’ শিরোনামের গানের সুরকার প্রিন্স মাহমুদ।

দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ নিজেই। এরপর তিনি লেখেন, ‘২২ বছর পর দেখা....’। জানা গেছে, দীর্ঘ সময় পর তাদের দেখা হলেও সেভাবে কিছু আলাপ হয়নি। কুশল বিনিময়ের পর আলোচিত ‘ইশ্বর’ গান নিয়েই আলাপ করেন তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি