ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

চন্দ্রযান-৩ লঞ্চিংয়ের কাউন্ট ডাউন করেছিলেন, প্রয়াত ইসরোর বিজ্ঞানী ভালারমতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

চন্দ্রযান-৩ লঞ্চিংয়ের কাউন্ট ডাউন করেছিলেন, প্রয়াত ইসরোর বিজ্ঞানী ভালারমতি

চন্দ্রযান-৩ লঞ্চিংয়ের কাউন্ট ডাউন করেছিলেন, প্রয়াত ইসরোর বিজ্ঞানী ভালারমতি

 কমান্ডে চন্দ্রযান-৩র যাত্রা শুরু ইসরোর সেই বিজ্ঞানী মারা গিলেন। চন্দ্রযান-৩-র কাউন্ট ডাউন দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানী ভালারমতি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ভারতের ঐতিহাসিক চন্দ্রযান-৩ তাঁর কাউন্টা ডাউনের নির্দেশেই পাড়ি দিয়েছিল মহাকাশে। গত ১৪ জুলাই শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ যাত্রা শুরু করে। তারপরে ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামে চন্দ্রযান-৩। ভারত প্রথম যে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল। এক কথায় ভারতের ঐতিহাসিক পদক্ষেপ হয়ে থাকল এটি। চন্দ্রযান-৩র সাফল্য বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি