ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিকা

 অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিকা

ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে বরাবরই একটি অভিযোগ ওঠে, অকারণেই মাধ্যমটিতে অশ্লীল দৃশ্য রাখা হয়। কারণ, এখানে সেন্সরশিপের কোনো বাধা ধরা নিয়ম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পর্দায় অশ্লীল দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। তিনি মনে করেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন ডিরেক্টর দায়বদ্ধ নয়, একজন শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে। পর্দায় একজন শিল্পী কী করবে, কতটুকু করবে তা মাথায় থাকা দরকার।

তানজিকা বলেন, ‘আমি পর্দায় কী করব সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করে। ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলেই তাতে শিল্পীর অভিনয়ের যৌক্তিকতা নেই। কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে, কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না। অযথা কিংবা অপ্রয়োজনে শুধুমাত্র কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই।’

তানজিকা আমিন অভিনীত ‘অমীমাংসিত’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আগামী পয়লা অক্টোবর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। গুঞ্জন শোনা যায়, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার চাঞ্চল্যকর ওই ঘটনা নিয়েই সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ পরিচালক ও সংশ্লিষ্টরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি