ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২, আহত ৩


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২, আহত ৩

 যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২, আহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার ম্যাকুম্বা লাটিনা নামের একটি নাইটক্লাবে স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসার পরই একটি গাড়িতে গুলি চালানোয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয় বলে জানান, বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র। তিনি বলেন, ‘গুলি চালানোর পর হামলারকারী তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

নাইটক্লাবে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ বছয় বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিগ্যান ফেলিজ।

এর আগে গত আগস্ট মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত ও ৬ জন আহত হয়। এছাড়া গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ৯ জন আহত হন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি