ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে আসা অস্ত্র এখন জঙ্গীদের হাতে : পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে আসা অস্ত্র এখন জঙ্গীদের হাতে : পাকিস্তান

 আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে আসা অস্ত্র এখন জঙ্গীদের হাতে : পাকিস্তান

দেশটির কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সোমবার (৪ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন। তিনি বলেন, এসব অস্ত্রশস্ত্র প্রথমে আফগান তালেবানের হস্তগত হয়। অবশেষে তা পাকিস্তানি তালেবানের হাতে এসে পড়ে।

যেসব অস্ত্রশস্ত্র ফেলে রেখে যায় মার্কিন বাহিনী, তার নাইট ভিশন গোগলসহ বিভিন্ন ধরণের অস্ত্র¿ রয়েছে। এসব অস্ত্রশস্ত্র পাাকস্তানি তালেবানের শক্তি বৃদ্ধি করেছে এবং এখন তা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন।

তেহরিক-ই- তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবান বিগত মাসগুলোতে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। টিটিপি আলাদা সংগঠন হলেও ্তারা আফগান তালেবানের মিত্র।

২০২১ সালের আগষ্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। ২০ বছরের দখলের অবসান ঘটিয়ে মার্কিন ও ন্যাটো বাহিনী কয়েক সপ্তাহের বিশৃঙ্খল অবস্থার মধ্যে দেশটি ত্যাগ করে। তালেবানের দ্রুত আগমনের মুখে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সেনাবাহিনী ভেঙ্গে পড়ে। তারা অস্ত্রশস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়। তাদের আধুনিক অস্ত্রশস্ত্র তালেবানের হাতে এসে পড়ে।

নিজ দপ্তরে বাছাইকৃত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাকার তার দাবির স্বপক্ষে অবশ্য কোন প্রমাণ দিতে পারেননি। দুইজন পাকিস্তানী নিরাপত্তা কর্মকর্তা এপিকে বলেন, টিটিপি অস্ত্রগুলো কিনেছে অথবা মিত্র হিসেবে আফগানি তালেবান তাদেরকে তা দিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি