ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

 শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

 বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনের ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২৩। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানকে সানে রেখে বরাবরের মতো এবারো এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী পর্ব শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

এবারের উৎসবকে কেন্দ্র করে সোমবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। সেখানে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, অধ্যাপক ইয়াসমিন হক, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ, উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন প্রমুখ।  

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, পৃষ্ঠপোষকতার অভাবে এবার সাত দিনের পরিবর্তে তিন দিন করতে হচ্ছে এই উৎসব। আগে সরকারি যে সহযোগিতা করা হত এবার তা দেওয়া হচ্ছে না। স্কয়ার  টয়লেট্রিজের সহায়তার কারণেই তিন দিনের উৎসব করা সম্ভব হচ্ছে।

মুহম্মদ জাফর ইকবাল বলেন, সম্ভবত এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিশু চলচ্চিত্র উৎসব। একে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, ও সন্ধ্যা ৬টায়, মোট ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে ঢাকার ২টি ভেন্যু তথা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আলিয়ঁস ফ্রঁসেজে বিশ্বের ৪০টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও উৎসবে আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে নির্বাচিত ৯টি এবং পুরষ্কার পাবে ৩টি। বিশেষ চলচ্চিত্র বিভাগে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত দুইটি প্রদর্শিত হবে। তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি এবং পুরস্কার পাবে ২টি। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০ চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে ৭৫টি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি