ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

ইন্ডিয়া জোটের নাম যদি ভারত হয়, দেশের নাম কি তবে বিজেপি হবে? সওয়াল কেজরিওয়ালের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

ইন্ডিয়া জোটের নাম যদি ভারত হয়, দেশের নাম কি তবে বিজেপি হবে? সওয়াল কেজরিওয়ালের

 ইন্ডিয়া জোটের নাম যদি ভারত হয়, দেশের নাম কি তবে বিজেপি হবে? সওয়াল কেজরিওয়ালের

'ইন্ডিয়া' যদি বদলে যায় ভারতে, তাহলে কি ভারত বদলে যাবে বিজেপিতে! এ প্রশ্নই তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত করার আলোচনার তীব্র বিরোধিতা করেছেন। সেইসঙ্গে তাঁর সওয়াল, বিরোধী মহাজোটের ইন্ডিয়া মঞ্চের নাম যদি পরিবর্তন হয়ে ভারত হয়, তাহলে কি করবে কেন্দ্র? এরপরই তাঁর সওয়াল ইন্ডিয়া জোট যদি নাম পরিবর্তন করে ভারত রাখে, তাহলে কি দেশের নাম বিজেপি হয়ে যাবে? কেজরিওয়ালের কথায়, যেহেতু বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে ভীতসন্ত্রস্ত হয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশরে নাম পরিবর্তন করতে তৎপর হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি