ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২২, ০১:০৫ পিএম

ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়

ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়

ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়। ককেশাস এবং সেন্ট্রাল এশিয়ার বাজারে প্রবেশ করার লক্ষ্যেই ইরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ভারত।

ইউরেশিয়া রিভিউ'র ওয়েবসাইটের একটি নিবন্ধে চীন-পাকিস্তান অর্থনৈতিক সম্পর্ক এবং ভারতের দ্বান্দ্বিক নীতির ওপর সেই সম্পর্কের প্রভাব পর্যালোচনা করা হয়েছে। ওই নিবন্ধে লেখা হয়েছে নয়াদিল্লি তেহরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পূর্ব ইরানের চ'বাহার বন্দরের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। ভারত চ'বাহার বন্দর উন্নয়নের মধ্য দিয়ে মূলত পাকিস্তানের গোয়াদর বন্দরের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। ইরানের উত্তর-দক্ষিণ করিডোর এবং চ'বাহার বন্দরের মাধ্যমে রাশিয়াসহ ককেশাস এবং মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় দিল্লি।

এদিকে বিশেষজ্ঞদের মতে চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক করিডোর স্বল্পোন্নত অঞ্চলগুলোর উন্নয়নের মধ্য দিয়ে নিরাপত্তাগত উদ্বেগ নিরসন করতে পারে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে পরিবহন, জ্বালানি, বন্দর নির্মাণ, শিল্প সহযোগিতা এবং সামাজিক উন্নয়ন। ২০১৩ সাল থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাকিস্তানের গোয়াদর বন্দর প্রকল্পের কাজ শেষ করে চীন, ভারত মহাসাগরের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে চায়।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে