ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

ভোটের জন্য নকশাল সমস্যা জিইয়ে রেখেছে বাঘেল সরকার, বিস্ফোরক অভিযোগ রমন সিংয়ের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

ভোটের জন্য নকশাল সমস্যা জিইয়ে রেখেছে বাঘেল সরকার, বিস্ফোরক অভিযোগ রমন সিংয়ের

ভোটের জন্য নকশাল সমস্যা জিইয়ে রেখেছে বাঘেল সরকার, বিস্ফোরক অভিযোগ রমন সিংয়ের

 ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বাঘের সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং। তিনি অভিযোগ করেছেন ছত্তিশগড়ে নকশাল দমনে ব্যর্থ বাঘেল সরকার। ভোটের জন্যই নকশাল সমস্যা িজইয়ে রাখতে চাইছে কংগ্রেস সরকার এমন গুরুতর অভিযোগও করেছেন িতনি। বাঘেল সরকারে নাকি হাঁটু পর্যন্ত ডুবে রয়েছে দুর্নীতিতে। রাজ্যের মানুষের কোনো উন্নয়নের কাজই নাকি বাঘেল সরকার করেনি। একটি সাক্ষাৎকারে বাঘেল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন রমন সিং।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি