এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
এবার ইন্ডিয়া কি ভারত হবে? সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব আনতে পারে মোদী সরকার
সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়া থেকে ভারত করতে পারে। যা করতে নতুন প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো জি ২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে সরকারকে নিশানা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, খবরটি সত্য। রাষ্ট্রপতি ভবন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। তিনি এব্যাপারে সংবিধানে উল্লিখিত লাইনের কথাও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন ইউনিয়ন অফ স্টেটস এখন আক্রমণের মুখে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি