এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
স্ত্রী’র করোনা হলেও দিল্লি আসছেন বাইডেন, জানাল হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল করোনা আক্রান্ত হলেও চিকিৎসকেরা প্রেসিডেন্টকে কোভিড-পজিটিভ বলে ঘোষণা করেছেন। সুতরাং শুক্রবার বিকালে তিনি জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের দু’দিনের সম্মেলনে দিল্লিতে আসবেন। চলবে শনি ও রোববার।
স্ত্রী জিলের করোনা আক্রান্ত হওয়ার খবরে প্রেসিডেন্ট বাইডেনের দিল্লি সফর ঘিরে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউস থেকে দিল্লিকে আশ্বস্ত করা হয়েছে, প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি ভারত সফরে যাচ্ছেন।
বাইডেনের এই সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত প্রভাবশালী দুই দেশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা সম্মেলনে আসছেন না। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একদিন কিছু সময়ের জন্য ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে যোগ দিতে পারেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট সে পথে হাঁটছেন না। তিনি চীনের প্রধানমন্ত্রীকে দিল্লি পাঠাচ্ছেন।
কূটনৈতিক মহলের একাংশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের অনুপস্থিতিকে বড় করে দেখলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কে প্রতিনিধিত্ব করল তা দিয়ে ভারত কোনও দেশকে মর্যাদা দেয় না। কেউ আসতে না পারলেও তার দেশ সম্মেলনে অংশ নিচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি