এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম
দেশের বিভিন্ন অংশে সক্রিয় বর্ষা! হিমাচল প্রদেশে তুষারপাতের প্রথম স্পেল
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণ ভারত, মধ্য এবং সংলগ্ন পূর্ব ভারত-সহ হেষ কয়েকটি অংশে আগামী ৫ দিনের জন্য সক্রিয় বর্ষা নিয়ে সতর্কতা জানি করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেরল, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব এবং মধ্য উত্তর প্রদেশ, সিমিক, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক এবং হিমালয়ের পশ্চিম অংশে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, দক্ষিণ চগুজরাত এবং উত্তর-পূর্ব ভারতে হাল্কা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি