ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

রকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এর সুরমা হয়ে আসছেন সুমি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

রকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এর সুরমা হয়ে আসছেন সুমি

 সরকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এর সুরমা হয়ে আসছেন সুমি

টেলিভিশন মিডিয়ার মডেল অভিনেত্রী ফারজানা সুমি। সিরাজগঞ্জের মেয়ে। বেশ লম্বা সময় মঞ্চ ও টিভি নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্র - গানচিত্রে মডেলিং করেছেন।

চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। নিজের মেধা-প্রতিভার বিকাশ ঘটিয়ে চলচ্চিত্র নায়িকা হয়েছেন। যুগল নির্মাতা অপূর্ব রানা'র পরিচালনায় নির্মিত সরকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয় করেছেন সুরমা চরিত্রে।

জীবনমুখী এই ছবিতে সুমি’র নায়ক চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার। এই জুটি ছাড়া জলরঙ ছবিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ, শিশির সরদার, শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, রাশেদা চৌধুরী, খালেদা আক্তার কল্পনা, জয়রাজ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, সীমান্ত, শরীফ চৌধুরী প্রমুখ।

ছবিটির কাহিনী লিখেছেন এনামুল হক, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, মেকআপ জামাল। ড্রাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু।

আলাপকালে  ফারজানা সুমি জানান, ৫ সেপ্টেম্বর ‘জলরঙ’ ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। শিগগিরই এটি প্রেক্ষাগৃহে আসছে।

জলরঙ ছবির সুরমা চরিত্র নিয়ে সুমি বলেন, জলপথে মানব পাচারের মতো মর্মন্তুদ ঘটনা অবলম্বনে এই ছবির কাহিনী গড়ে উঠেছে। এখানে সুরমা নামের চরিত্রটি অসাধারণ একটি চরিত্র। সুরমাকে ঘিরেই জলরঙ ছবির কাহিনী বিস্তৃত হয়েছে। ছবির কেন্দ্রীয় এই অসাধারণ চরিত্রটি আমি মন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, সেটা ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকরা ভালো বলতে পারবেন। তবে আমার বিশ্বাস- পর্দার সুরমাকে দর্শকরা অনেক দিন মনে রাখবেন।

মডেল - অভিনেত্রী ফারজানা সুমি বলেন, ‘জলরঙ’ ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়ায় আমি পরিচালক অপূর্ব রানার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ফারজানা সুমি আরও  জানান, জলরঙ এর পর গুণী ও কুশলী নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় নির্মিতব্য ‘মৃত সৈনিক’ নামের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘আতরবিবি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি