ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাশিয়ায় চিপসসহ বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধে আমিরাতে পশ্চিমা কর্মকর্তারা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

রাশিয়ায় চিপসসহ বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধে আমিরাতে পশ্চিমা কর্মকর্তারা

 রাশিয়ায় চিপসসহ বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধে আমিরাতে পশ্চিমা কর্মকর্তারা

কম্পিউটার চিপসসহ বিভিন্ন ধরণের পণ্যের চালান বন্ধে আলোচনা করতে এখন দুবাইতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।  

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রীট জার্নাল জানায়, কম্পিউটার চিপস, ইলেকট্রনিক যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য যেগুলো যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া সেসব পণ্য সরবরাহ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বিরত রাখতে চাপ দিতেই এ সফর।

সংযুক্ত আরব আমিরাত পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক প্লাসের সদস্য। রাশিয়াও এই জোটের সদস্য। দেশটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা চাপ সত্ত্বেও মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে।

মার্কিন বাণিজ্য বিভাগের একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, মধ্যপ্রাচ্যে চিপস বিক্রি বন্ধ করবে না যুক্তরাষ্ট্র এবং সুনির্দিষ্ট কোন মার্কিন কোম্পানির বিরুদ্ধে শর্ত আরোপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

রয়টার্সের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) এক কর্মকর্তা বলেছেন, তার দেশ জাতিসংঘের নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি