এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে দেশছাড়ার সুযোগ দিল জান্তা
গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো অনডিম্বাকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে। গ্যাবনের সামরিক জান্তা বলেছে, তিনি চাইলে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। গত ৩০ আগস্ট প্রেসিডেন্ট ভবনে তাকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। নির্বাচনে বিতর্কিত ফল ঘোষণা হওয়ার পরই সামরিক অভ্যুত্থান ঘটে।
বুধবার রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত বিবৃতিতে সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি বলেন, স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করে সাবেক প্রেসিডেন্ট আলী বঙ্গো বিদেশে যাওয়ার জন্য মুক্ত। যদি তিনি চান, তাহলে মেডিকেল চেকআপের জন্য বিদেশ যেতে পারবেন।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন জান্তা প্রধান ও প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া জেনারেল ব্রাইস ক্লোটাইরে ওলিগুই এনগুয়েমা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তবে পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন ক্ষমতাচ্যুত আলী বঙ্গো। তার স্ত্রীকে প্রেসিডেন্ট ভবনের চার তলায় ছেলেসহ আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো কঠোর অভিযোগ আনা হয়েছে।
জান্তা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ও তার ছেলেকে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে।
শপথ গ্রহণের পর জান্তা প্রধান জানান, কোনো ধরনের রক্তপাত ছাড়াই তারা ক্ষমতা দখল করেছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি