এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
বাইডেনকে পাহারা দিতে দিল্লি আসছে দ্য বিস্ট!
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ গাড়ি। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত সফরের সময় বাইডেন এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি চড়েই ভ্রমণ করবেন।
বিস্টের এখন যে মডেলটি বাইডেন চড়েন সেটি ২০১৮ সালের মডেল।
এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়ির জানলার পাঁচটি স্তর রয়েছে। যা কাচ এবং পলিকার্বনেট দিয়ে তৈরি।
বলা হয়, এই গাড়ির জানলার প্রতিরোধ ক্ষমতা এতটাই যে, বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে যাবে এমন বুলেটও এই গাড়ির জানলার কাচ ভেদ করতে পারবে না।
গাড়ির মূল অংশ (বডি) তৈরি হয়েছে স্টিল, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং সেরামিকস্ দিয়ে। এই সামরিক বর্মের মতো সেই কাঠামো পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত। গাড়ির পুরো কাঠামোই বোমা এবং মাইন প্রতিরোধী।
গাড়িটির মধ্যেই রয়েছে পাম্প অ্যাকশন শটগান্স, কাঁদানে গ্যাস। জরুরি অবস্থার কথা মাথায় রেখে প্রেসিডেন্টের গ্রুপের রক্তের ব্যাগ সব সময় গাড়ির মধ্যে মজুত রাখা হয়। পাশাপাশি, অগ্নিনির্বাপণ যন্ত্রও রয়েছে এই গাড়ির মধ্যে।
কোনও সাঁজোয়া গাড়ির থেকে কম নয় বাইডেনের নিরাপত্তায় থাকা এই গাড়ি। গাড়ির সামনে রয়েছে কাঁদানে গ্যাসের গ্রেনেড লঞ্চার এবং নাইট ভিশন ক্যামেরা।
বিস্টের পিছনের আসনে প্রেসিডেন্ট ছাড়াও আরও চার জন বসতে পারেন। চালক এবং পিছনের আসনের জায়গার মধ্যে একটি কাচের দেওয়াল রয়েছে। প্রেসিডেন্টের কাছেই এই দেওয়াল নিয়ন্ত্রণ করার সুইচ থাকে।
এ ছাড়া প্রেসিডেন্টের আসনের সামনে রয়েছে একটি প্যানিক বোতাম এবং আপৎকালীন পরিস্থিতির জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।
বিস্টের জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ প্রতিরোধক ফোম দিয়ে পরিপূর্ণ। সরাসরি ট্যাঙ্কের মধ্যে হামলা হলেও কোনও বিস্ফোরণ হবে না।
বিশেষ ভাবে তৈরি করা হয়েছে গাড়ির টায়ারও। স্টিল রিমের সেই টায়ার কখনও ফাটবে না।
দ্য বিস্টে অত্যাধুনিক সেন্সর লাগানো রয়েছে। কোনও রকম নিউক্লিয়ার, কেমিক্যাল বা বায়োলজিক্যাল হামলা হওয়ার আগেই তা বুঝে নেওয়ার ক্ষমতা রয়েছে এই সেন্সরের।
বিস্টের সঙ্গে লাগানো রয়েছে একটি উলম্ব অ্যান্টেনা। যা খুব সহজেই যাতায়াতের রাস্তায় যে কোনও যোগাযোগের যন্ত্র এবং রিমোটকে বিকল করে দিতে সক্ষম। মানবহীন ড্রোনও শনাক্ত করতে সক্ষম এই অ্যান্টেনা।
আমেরিকার গোয়েন্দা সংস্থার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকেই চালক হিসাবে বেছে নেওয়া হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি