এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
জনি কিতাগাওয়ার যৌন নির্যাতন কেলেঙ্কারিতে জে-পপ এজেন্সির প্রধানের পদত্যাগ
শিশু যৌন নির্যাতনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া জাপানের বিখ্যাত ‘জনি এ্যান্ড অ্যাসোসিয়েটস’ কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে সরে গেছেন জুলি কে. ফুজিশিমা।
কয়েক দশক ধরে শিশু নির্যাতনের ঘটনাগুলো ঘটিয়েছেন কোম্পানির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া। তিনি সম্পর্কে ফুজিশিমার চাচা। দু’টি পৃথক তদন্তে কিতাগাওয়ার এসব কেলেঙ্কারির কথা উঠে এসেছে। এমন কিছু শিশুকে তিনি যৌন নির্যাতন করেছেন, যারা সে সময় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
ফুজিশিমার স্থলাভিষিক্ত হচ্ছেন অভিনেতা হিগাশিয়ামা নোরিয়ুকি। তিনি পাওয়ার হাউস এজেন্সির দীর্ঘমেয়াদী কর্মচারী এবং টিভি আশাহি অনুষ্ঠানের হোস্ট ‘সানডে লাইভ!’
কোম্পানির প্রধান পরিবর্তন হওয়ার বিষয়টি জানান দেওয়ার জন্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। গণমাধ্যমকর্মীরা এই কেলেঙ্কারি বিষয়ে বিস্তারিত জানতেও চায়। চার ঘণ্টা স্থায়ী সংবাদ সম্মেলনটি বেশির ভাগ টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।
ইভেন্ট চলাকালীন, হিগাশিয়ামা এবং ফুজিশিমা উভয়েই স্বীকার করেছেন যে কিতাগাওয়া ২০১৯ সালে ৮৭ বছর বয়সে তার মৃত্যুর আগে পর্যন্ত এজেন্সি প্রতিভাদের বিরুদ্ধে যৌন নির্যাতন চালিয়েছেন। ‘ক্ষতিগ্রস্তদের কাছে আমার গভীরভাবে ক্ষমাপ্রার্থী,’ বলেছেন ফুজিশিমা। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি