ঢাকা, বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Logo
logo

ধর্ষণ মামলায় মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনের ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম

ধর্ষণ মামলায় মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনের ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড 

ধর্ষণ মামলায় মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনের ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড 

 মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনকে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই বছরের শুরুর দিকে ধর্ষণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করার পরে ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

এর আগে ২০২০ সালে তার প্রাথমিক গ্রেপ্তারের পরে, মাস্টারসন ২০০১ এবং ২০০৩ এর মধ্যে পৃথক ঘটনায় তার বাড়িতে তিনজন নারীকে ধর্ষণ করার জন্য দোষী নন।

 মাস্টারসনের পক্ষে আদালতে আইনজীবী শন হলি ও ফিলিপ কোহেন জানান তারা এ কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন। হলি বলেন, বিচারক যে সাজা দিয়েছেন তাতে আমরা খুবই হতাশ। মাস্টারসনকে  যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তা তিনি করেননি। 

তবে অ্যাটর্নি অ্যালিসন অ্যান্ডারসন মাস্টারসনের বিরুদ্ধে সাজা ঘোষণার পরে বৃহস্পতিবার সিএনএনকে এক বিবৃতিতে বলেন ধর্ষণের দায়ে মার্কিন অভিনেতার বিরুদ্ধে এ শাস্তি হলিউড অভিজাতদের জন্য কোনো নারীকে নির্যাতনের ব্যাপারে সাবধান হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি