এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
ভারতে সব রেকর্ড ভেঙ্গে শীর্ষে শাহরুখের ‘জওয়ান’
পাঠান মুক্তি পাওয়ার সাত মাস পর মুক্তি পেল শাহরুখ খানের জওয়ান ছবিটি। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ছবিটি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ব্যবসায়ের শীর্ষে রয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনেই ৭৫ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’। যার মধ্যে ৬৫ কোটি রুপি এসেছে ছবির হিন্দি মাধ্যম থেকে। বাকি ১০ কোটি রুপি এসেছে ছবির তামিল এবং তেলেগু ভাষায় ডাব করা মাধ্যম থেকে। এই প্রথম বলিউডের কোনও ছবি প্রথম দিনেই ৬০ কোটি রুপির বেশি ব্যবসা করল। বলিউডের ইতিহাসে প্রথম দিনে ব্যবসার অঙ্কে নতুন নজির গড়ল এই ছবিটি।
এই প্রথম ভারতের কোনো ছবি মুক্তির একইদিনে বাংলাদেশেও মুক্তি পেলো। জানা গেছে, বাংলাদেশের দর্শকও সিনেপ্লেক্সগুলোতে জওয়ান ছবিটি দেখার ভীড় জমিয়েছেন। একজন প্রদর্শক জানালেন, পাঠান ছবিটিও প্রথমদিন এতো দর্শক টানতে পারেনি যা জওয়ান পেরেছে।
দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে স্বমহিমায় বলিউডে ফিরেছিলেন শাহরুখ। বক্স অফিসের সব রেকর্ড অতিক্রম করেছিলেন শাহরুখ খান। তবে ‘পিকচার আভি বাকি হ্যায়’-এর কায়দাতেই ‘জওয়ান’ ছবির হাত ধরে নতুন চমক দেখালেন এই অভিনেতা। ভোরের আলো ফোটার আগে শো হোক কিংবা মধ্যরাতের শো - সবই হাউসফুল। দক্ষিণী ছবির দাপটের মুখে বলিউড যখন মুখ থুবড়ে পড়ছিল, তখন শাহরুখের দক্ষিণী পরিচালক অ্যাটলী কুমারকে দিয়ে জওয়ান নির্মাণ করেন। এজন্য ছবিটির নির্মাণশৈলীতে দক্ষিণের ধাঁচও আছে।
গত তিন দশক ধরে বলিউডে রোমান্টিক ছবির প্রধান হয়ে আছেন শাহরুখ। যত সময় এগিয়েছে, নানা ভাবে নিজেকে পরীক্ষানিরীক্ষা করেছেন শাহরুখ। তবে নিজেকে সেই গণ্ডির মধ্যে আটকে রাখেননি। আর তাতে যে তিনি সফল, তা প্রমাণ করেছে ‘জওয়ান’। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি