এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম
প্রদর্শকদের আগ্রহ হিন্দি সিনেমাতেই
একই সপ্তাহে মুক্তি পেয়েছে বলিউডের ‘জওয়ান’ ও বাংলাদেশের ‘সুজন মাঝি’। প্রশ্ন হচ্ছে, জওয়ান ছবিটি ৪৬টি সিনেমা হল পেলেও সুজন মাঝি পেয়েছে মাত্র ২২টি। দেশি ও বিদেশি ছবি প্রদর্শনের ক্ষেত্রে এখানেই স্পষ্ট হয়ে যায় প্রদর্শকদের মানসিকতা। জওয়ান ছবিটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেছেন, হলের সংখ্যা আরো বাড়তে পারে।
অপরদিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাত্র ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’ ছবিটি। দেশে এই সময়ে ‘জওয়ান’ মুক্তি না পেলে এ সিনেমার হল সংখ্যা আরো বেশি হতো বলে জানিয়েছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই সপ্তাহে আরো দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিলো। ‘জওয়ান’ মুক্তির কারণে সেগুলো পেছানো হয়েছে। অনেক হল মালিকের আগ্রহ হিন্দি সিনেমায়, এই জন্য আমাদের সিনেমা হল সংখ্যা কম।’
তিনি আরো বলেন, ‘আমার সিনেমা যে কটা হল পেয়েছে সেখানে দর্শক সাড়া ভালোই পাচ্ছি। টাঙ্গাইলের সিনেমা হলে পুরো হাউজফুল ছিলো। অন্যান্য হল থেকেও খবর আসছে, সেখানে দর্শকদের ভীড় রয়েছে। শহরের কিছু দর্শক আছে যারা হিন্দি সিনেমার দর্শক, আর আমাদের দর্শক পুরো বাংলাদেশেই। আশা করি ‘সুজন মাঝি’ ভালো করবে।’
৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’। কিন্তু বলিউডের ‘জওয়ান’ মুক্তির কারণে এ ছবি দুটির মুক্তির তারিখ পেছানো হয়েছে।
এর আগেও দেশীয় ছবির হল সংকটের খবর সামনে এসেছে। সেসময় আরেক হিন্দী সিনেমা ‘পাঠান’ মুক্তির সম্ভাব্যতায় আশানুরুপ হল পায়নি দেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। এ প্রসঙ্গে আমাদের নতুন সময়কে সিনেমাটির পরিচালক খিজির হায়াত খান বলেছিলেন, ‘পাঠান’-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে আমাদের ছবি নিতে চাচ্ছে না। মুক্তির মাত্র পাঁচদিন বাকি, কিন্তু এখনও হল পাইনি। ‘পাঠান’ এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাবো না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারবো না, তাহলে আমরা কী করবো?’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি