ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

লন্ডনে প্রভাষক হয়েছেন প্রীতম আহমেদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম

লন্ডনে প্রভাষক হয়েছেন প্রীতম আহমেদ

লন্ডনে প্রভাষক হয়েছেন প্রীতম আহমেদ

খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী প্রীতম আহমেদ। শুরুতে ‘বালিকা’ শিরোনামের একটি গান তার ক্যারিয়ারে অনন্য মাত্র যোগ করেছিল। এরপর প্রীতমের বেশ কয়েকটি অ্যালবাম সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছিলো। এরমধ্যেই বেশিরভাগই ছিল পলিটিক্যাল স্যাটায়ার বিষয়ক গান। দীর্ঘদিন যাবত তার কোনো নতুন গান পায়নি শ্রোতারা। বর্তমানে লন্ডনে বসবাস করছেন এই শিল্পী। 

প্রীতম এরমধ্যেই গায়ক থেকে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। হলিউডের বেশকিছু ছবিতে চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করেছেন তিনি। এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন প্রীতম। তিনি সম্প্রতি লন্ডনের একটি কলেজে প্রভাষক হিসেবে কাজ শুরু করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এই শিল্পী।

ফেসবুকে এ প্রসঙ্গে প্রীতম আহমেদ লেখেন, ‘এই মাসেই আমি লন্ডনের একটি কলেজে ক্রিয়েটিভ মিডিয়া ডিপার্টমেন্টে প্রভাষক (কোর্স লিডার) হিসেবে নিযুক্ত হয়েছি। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।’

ফেসবুকে প্রীতম আরো একটি সুখবর দিলেন। আর তা হলো, তিনি কিছুদিন আগে সংগীতের উপরে উচ্চতর গবেষণা শুরু করেছেন। এ বিষয়ে পৃথক একটি পোস্টে তিনি লিখেছেন, ‘অবশেষে সংগীত বিষয়ে পিএইচডি’র প্রথম ধাপ শুরু করলাম। যদিও মাঝ বয়সে এসে ডক্টরেট করতে চাওয়া আমার দৃষ্টিতে খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। এটা শেষ করা উচিত ৩০-এর মধ্যে। তবেই পৃথিবীকে নতুন কিছু দেওয়ার সময় পাওয়া যায়। ধন্যবাদ ‘সিটি ইউনিভার্সিটি অব লন্ড’ আমার আবেদনটি শর্তহীন গ্রহণ করার জন্য।’

উল্লেখ্য, প্রীতম আহমেদ সংগীত পরিবেশনের পাশাপাশি গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা হিসেবে প্রশংসিত হয়েছেন। তিনি নিউইয়র্ক গীটার একাডেমি থেকে স্প্যানিশ ফ্লেমিঙ্গো গিটারে পড়ালেখা করছেন। প্রীতমের ‘বালিকা’, ‘ভালোবাসার মিছিলে এসো’, ‘ভোট ফর ঠোঁট’, ‘তুই কি আমার বন্ধু হবি’, ‘ভাইয়া’, ‘সংসার’, ‘দহন’, ‘শজারু’, ‘রেড রোজ’, ‘মানুষ’, ‘নাস্তিক’, ‘বিশ্বজিৎ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। প্রীতম আহমেদ লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। অমর একুশে বই মেলায় তার ‘জন্মদাগ’ শিরোনামে একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি