ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রেমিকার সঙ্গে লিওনার্দোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম

প্রেমিকার সঙ্গে লিওনার্দোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল

প্রেমিকার সঙ্গে লিওনার্দোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল

 ইতালিয়ান র‌্যাম্প মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে প্রেম করছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এ খবর অবশ্য পুরনো। সম্প্রতি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ফের আলোচনায় উঠে এসেছে তাদের প্রেম। নেট দুনিয়ায় এটা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

সম্প্রতি স্পেনের একটি নাইট ক্লাবে ক্যামেরাবন্দি হন তারা। সেখান থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে নাইট ক্লাবে  ৪৮ বছর বয়সী অভিনেতাকে ২৫ এর কম বয়সী প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে। একে অপরের চোখের দিকে তাকিয়ে ‘লিপ লক’ চুম্বনেও দেখা গেছে তাদেরকে। সেসময় তাদের চারপাশে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছে। সকলেই ছিলেন ডিজের সাউন্ডে মগ্ন। 

এর আগে একাধিক হলিউড অভিনেত্রীর পাশাপাশি বিশ্বজুড়ে সুপার মডেলদের সঙ্গে নাম জুড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। নিজের থেকে অনেক কম বয়সী নারীদের ডেটিং করার জন্য পরিচিতও তিনি। শোনা যায়, ২০২২ সালে ক্যামিলা মররোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় লিওনার্দোর। সেই সময় ক্যামিলার বয়স ছিল ২৫। এরপর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গেও দেখা গিয়েছে লিওনার্দোকে। গুঞ্জন ছিল, তারা নাকি পরস্পরকে ডেটিং করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও করেছিলেন নীলম গিল। 

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে অস্কার বিজয়ী অভিনেতাকে ক্যালিফোর্নিয়ায় ইতালীয় মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল। সেই সময় ভিত্তোরিয়ার বান্ধবী গিগি হাদিদের সঙ্গেও আলোচনায় ছিলেন লিও। প্রজন্মের একজন নতুন সুপার মডেল হিসেবে পরিচিত ভিত্তোরিয়া। ১৯৯৮ সালে ইতালির ব্রেসিয়াতে জন্মগ্রহণ করেন এই মডেল। মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ২০১২ সালে এলিট মডেল ম্যানেজমেন্টের একটি বার্ষিক মডেলিং প্রতিযোগিতায় ফাইনালিস্ট হন তিনি। ভিত্তোরিয়া ২০১৭ সালে চ্যানেল, ডিওর এবং ভ্যালেন্টিনোসহ মোট ৪১টি ব্র্যান্ডের হয়ে ক্যাটওয়াক করেছেন। আলেকজান্ডার ম্যাককুইন, ভার্সেস, মোসচিনো এবং ফেন্ডির মতো ব্র্যান্ডের হয়ে র‌্যাম্পে হেঁটেছেন এই সুপার মডেল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি