এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
অলিম্পিকের প্রস্তুতি ম্যাচে সোমবার ব্রাজিল ও মরক্কোর লড়াই
প্যারিস অলিম্পিক ২০২৪ এর প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিলের যুবারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর যুবদলের বিপক্ষে লড়বে তারা।
প্যারিস অলিম্পিকের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো যুবাদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল। মরক্কোর ফেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে সিরিজ শুরু করে জুনিয়র সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল যুবদলের কোচ মেনেজেস জানান, ফুটবলে সহজ বলতে কিছু নেই।
তিনি বলেন, দুই দিনের বিরতি যথেষ্ট নয়। দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা করছি। ফুটবলে সহজ বলতে কিছু নেই। চলো এগিয়ে যায়। এর আগে, মরক্কো যুবাদের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় ব্রাজিলের যুবারা। ম্যাচের ৭৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জাকারিয়া এল ওউহাদি বল জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কোর যুবারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি