ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্য হেগে জলবায়ু কর্মীদের বিক্ষোভ দমনে পুলিশের জলকামান ব্যবহার, আটক ২৪০০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

দ্য হেগে জলবায়ু কর্মীদের বিক্ষোভ দমনে পুলিশের জলকামান ব্যবহার, আটক ২৪০০

দ্য হেগে জলবায়ু কর্মীদের বিক্ষোভ দমনে পুলিশের জলকামান ব্যবহার, আটক ২৪০০

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগের একটি প্রধান সড়ক ১০ হাজারেরও বেশি পরিবেশ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ সেখান থেকে এসব বিক্ষোভকারীকে আটক করেছে।

জীবাশ্ম জ্বালানিতে সরকারের ভর্তুকি বন্ধের দাবিতে এ বিক্ষোভর আয়োজন কা হয়। রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ জলকামানও ব্যবহার করে। রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করেনজলবায়ু কর্মীরা।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, আটকৃতদের মধ্যে নাবালক শিশুও রয়েছে। তবে জলকামান ব্যবহারের ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন শনিবার এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। দ্য হেগের এ১২ মহাসড়কে এ বিক্ষোভে হাজার হাজার জলবায়ু কর্মী যোগদান করেন। 

এক্সটিংকশন রেবেলিয়ন বলছে, নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।

গত মে মাসেও নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। হেগের একটি হাইওয়ে অবরোধ করার পর তাদের পুলিশ আটক করে। পরে অবশ্য আটককৃতদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি