ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

জি ২০ তে আসা ফার্স্ট লেডিরা মজেছেন ভারতীয় ফ্যাশনে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

জি ২০ তে আসা ফার্স্ট লেডিরা মজেছেন ভারতীয় ফ্যাশনে

জি ২০ তে আসা ফার্স্ট লেডিরা মজেছেন ভারতীয় ফ্যাশনে

জাপানের ফার্স্ট লেডি ইয়কো কিসিদা গত শনিবার রাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর আমন্ত্রণে নৈশ ভোজের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি ভারতীয় শাড়ি পড়ে যান। সবুজ কাতানে কাজ করা শাড়ি ও বেগুনি ব্লাউজের কম্বিনেশানকে ভারতীয় ডিজাইনাররা অসাধারণ বলেছেন।

দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি টেহেপে মুটসেপে ভারতীয় স্টাইলে মাথায় খোঁপা করেন। সেখানে বেলি ফুলের মালাও জড়িয়ে নেন। 

 মরিসাসের ফাস্ট লেডি কবিতা জগন্নাথও ঘিয়ে রংয়ের কারুকাজ করা শাড়ি পরেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি