এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ছাড়াল, বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান
সারা বিশ্বের রাষ্ট্র প্রধান, বিভিন্ন সংস্থার প্রধান ব্যক্তি এবং কূটনীতিকরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তর আফ্রিকার দেশটির সঙ্গে সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন।
মরক্কোর দক্ষিণপশ্চিমের পাবর্ত্য মারাকেশ অঞ্চলে শুক্রবার শেষ রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির কর্তৃপক্ষ জানায়, ২০১২ জন নিহত এবং ২০৫৯ জন আহত হয়েছেন। গৃহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিধ্বস্ত উচু পাবর্ত্যাঞ্চলে ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধানে অভিযান চলছে। ৬০ বছরের বেশি সময়ে মধ্যে এ ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ইতোমধ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মাদ উদ্ধার ও সন্ধান কাজে সশস্ত্র বাহিনীকে নিয়োগ এবং মাঠ পর্যায়ের হাসপাতাল স্থাপন করার নির্দেশ দিয়েছেন।
প্রতিবেশি স্পেনের প্রধানমন্ত্রী পেদরো সানচেজ ভয়াবহ বিপর্যয়ের শিকার মরক্কোর জনগণের প্রতি সংহতি ও সমর্থন ব্যক্ত করে বলেছেন, স্পেন সেখানকার বিপর্যয়ের শিকার মানুষের পাশে রয়েছে। জার্মানির চ্যান্সেলার ওলাফ শুলজ বলেছেন, বিপর্যয়ের শিকার লোকদের ঘিরেই আমাদের চিন্তা ভাবনা। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে প্রস্তত রয়েছে। ভ্যাটিকান জানায়, পোপ মরক্কোর প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন। ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন তার দেশ এই জরুরী অবস্থায় মরক্কোকে সহায়তা করতে চায়। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন অনুরূপ সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ‘আমাদের মরক্কোরভাইদের এ কঠিন বিপদের সময়ে’ আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। ভারতের প্রানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি
এ ভূমিকম্পের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্টরাও অনুরূপ শোক ও সংহতি প্রকাশ করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি