এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
পর্দা আর বাস্তবে শাহরুখ একই রকম: সঞ্জয় গুপ্তা
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘জাওয়ান’। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো। সিনেমাটি প্রথম শো থেকেই হাউজফুল যাচ্ছে। এ ছবিতে মারকাটারি ভূমিকায় দেখা গেছে শাহরুখকে। অন্যায়ের কাছে যে মাথা নত করে না।
পর্দার কিং খানের এমন চরিত্র বাস্তবেও দেখা গিয়েছিলো। সে কথাই জানালেন বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা। ৯ সেপ্টেম্বর (শনিবার) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) দেয়া পোস্টে তিনি জানান মাফিয়াদের সাথে শাহরুখ খানের দ্বন্ধের কথা। ‘জাওয়ান’ সিনেমা দেখে সেই স্মৃতি অতীত থেকে তুলে আনলেন সঞ্জয়।
তিনি জানান, নব্বইয়ের দশকে মুম্বাইয়ে ছিল মাফিয়াদের রাজত্ব। অপরাধ জগতের মাফিয়াদের থেকে আপত্তিকর দাবিদাওয়া নিয়ে ফোন যেত নায়ক-নায়িকাদের কাছে। আন্ডারওয়ার্ল্ডের নিশানায় ছিলেন শাহরুখ খানও। শোনা গিয়েছিল, এই অভিনেতাকে হত্যা করার জন্য নাকি এক শার্প শুটারও ঠিক করেছিলেন ডন আবু সালেম। যার নাম শুনলেই পুরো ভারত তখন ভয়ে কাঁপত। অবুও আপোষ করেননি শাহরুখ। পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুম্বইয়ের মাফিয়াদের।
পরিচালক সঞ্জয় গুপ্তা বলেন, ‘শাহরুখ মাফিয়াদের সাফ বলেছিলেন, কী করবেন? গুলি করবেন? করুন। তবুও আপনাদের হয়ে কাজ করব না। আমি পাঠান।’
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণি নির্মাতা অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। এছাড়া আরোও আছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি