এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
বিশ্বে স্থিতিশীলতার জন্যে সৌদি-ভারত অংশীদারিত্ব সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ: মোদি
সোমবার বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহয়োগিতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। দ্বিপাক্ষিক বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনে রীতি মেনে স্বাগত জানানো হয় সৌদি যুবরাজকে।
সালমানের রাষ্ট্রীয় সফর সোমবার আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগে থেকেই দিল্লিতে ছিলেন সৌদি যুবরাজ।
সোমবার রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সালমান বলেন, ‘ভারতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। সাফল্যের সঙ্গে জি২০ সম্মেলন আয়োজন করায় ভারতকে আমি অভিনন্দন জানাতে চাই।’
জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে প্রসার ঘটানো নিয়ে আলোচনা করেন সালমান। তাছাড়া প্রতিরক্ষা খাতেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কথা হয় দুই নেতার। এর আগেই জি২০ সম্মেলনের সময় ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত অর্থনৈতিক করিডোর এবং রেল নেটওয়ার্ক তৈরি নিয়ে বড় ঘোষণা হয়েছে। তা নিয়ে সৌদি যুবরাজ বলেন, ‘এই প্রকল্পটি সবার জন্যই লাভজনক হবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি