ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম!

স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম!

আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। এরমধ্যেই অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর এই রাজনীতিককে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন তার স্ত্রী অপি করিম। কোথাও তার সন্ধান না পেয়ে মহা দুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছে না তারা। এমন অবস্থায় তার স্বামীর সন্ধান পেতে সকলের সাহায্য চান অপি। 
সম্প্রতি অনলাইনে অবমুক্ত হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’-এর প্রমো ভিডিও। সেখানেই দেখা গেলো স্বামীকে খুঁজে পেতে সকলের সাহায্য চাইছেন অভিনেত্রী অপি করিম। এ সিরিজে তিনি অভিনয় করেছেন আনিস আহমেদের স্ত্রী রেজওয়ানার চরিত্রে। শেষ পর্যন্ত স্বামীকে ফিরে পাবেন কি না, ফিরে এলেও তাকে কে অপহরণ করেছে আর কেনই-বা তাকে ছেড়ে দেওয়া হয়- সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এ সিরিজে।

‘অদৃশ্য’ সিরিজ দিয়েই ওটিটিতে ফিরছেন অপি করিম। সর্বশেষ ২০১৯ মালে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। ‘অদৃশ্য’ পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। 

জানা গেছে, স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে। তবে সিরিজটি নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

এ বছর সিনেমায়ও ফিরেছেন মাহফুজ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে মাহফুজের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। এ সিনেমাটির প্রচারের সময় মাহফুজ জানিয়েছিলেন, পছন্দমতো চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে তাকে। অদৃশ্য সিরিজে তারই প্রতিফলন পাওয়া গেল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি