ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

লিবিয়ায় ঝড়-বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজার হওয়ার আশঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

লিবিয়ায় ঝড়-বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজার হওয়ার আশঙ্কা

লিবিয়ায় ঝড়-বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজার হওয়ার আশঙ্কা

লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে কয়েক হাজার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের আঘাতে দেশটির উপকূলীয় শহরগুলোর শত শত বাড়ি উড়ে গেছে। এছাড়া দুটি পুরোনো বাঁধ ভেঙে গিয়ে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

উত্তর আফ্রিকার বিভক্ত দেশ লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, তাদের আশঙ্কা বন্যা ও ঝড়ে অন্তত ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার হাজার মানুষ। 

লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল-মোসমারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুধুমাত্র দারনাতেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেছেন, সেখানে ৫ থেকে ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। 

লিবিয়ার বেনগাজি থেকে দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের আঞ্চলিক প্রধান কাঈস ফাখেরি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে দারনায় ১৫০ জন মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। সেখানে বন্যার পানি ১০ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আল জাজিরার সাংবাদিক মালিক ত্রাইনা লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জানান, পুরোপুরি পাহাড় ঘেরা দারনা শহরের বাঁধগুলো ধসে পড়েছে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ‘শহরটিতে ৩ কোটি কিউবিক মিটার পানি প্রবেশ করে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।’

শহরের বাসিন্দাদের ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, শহরটির অনেক জায়গায় মানুষের বসতি পুরোপুরি নিশ্চহ্ন হয়ে গেছে। লিবিয়া-যুক্তরাষ্ট্র ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট হানি সেনিব আল জাজিরাকে বলেছেন, ‘সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন হয়ে গেছে। বিদ্যুৎ নেই। দারনায় যে ভয়াবহ বিপর্যয় প্রতি মিনিটে বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজারে দাঁড়াতে পারে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি