ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ডেমোক্রেটিক লীগ ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের যৌথসভা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩১ মে, ২০২২, ০৬:৪৫ পিএম

ডেমোক্রেটিক লীগ ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের যৌথসভা

ডেমোক্রেটিক লীগ (ডি.এল) ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিডিপি) এক যৌথ সভা ডি.এল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির সভাপতিতে আজ মঙ্গলবার (৩১ মে) বেলা ১২ টায় ৩৭/১, তোপখানা রোডে অনুুষ্ঠিত হয়। সভায় অবিভক্ত পিডিপি সাধারন সম্পাদক এহসানুল হক সেলিমসহ সর্বজনাব মতিউর রহমান, এডভোকেট মিজান, খোকন চন্দ্র দাস, মনির হোসেন, এহসানুল কবির দুলাল, আল-আমিন, মফিজুল করিম, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির ভাষণে সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, দেশ আজ এক চরম সংকটে। গণতন্ত্রহীন দেশে মানুষের ভোটাধিকার নেই, মানবাধিকার নেই। প্রতিবাদ করলেই নির্যাতন। দ্রব্যমূল্যের কষাঘাতে জনগন দুর্বিষহ জীবন যাপন করছে।

তিনি বলেন, ২০ দলীয় জোটসহ গণতন্ত্রকামী সকল শক্তিকে ঐক্যবন্ধ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি মিথ্যা মামলায় কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

নেতারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ও ফেরদৌস আহমেদ কোরেশী আমাদের নেতা ছিলেন। জাতীয় লীগ, বাঙলা জাতীয় লীগ, ডিএল, পিডিপি নেতা-কর্মীরা বিভিন্ন অবস্থানে আছেন কিংবা নিন্ত্রিয় আছেন। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে ঐক্যবন্ধ হয়ে চলমান আন্দোলনকে বেগবান করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।