এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
জয়ার চরিত্র নিয়ে রহস্য
টালিউডের মধ্যমণি হয়ে উঠেছেন জয়া আহসান। তাকে যতটা ঢাকার সিনেমায় দেখা যায়, তার চেয়েও বেশি দেখা যায় কলকাতার সিনেমায়। নিজের যোগ্যতায়ই ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। জয়া কলকাতায় সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন সেখান নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করে। ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’র পর গত পাঁচ বছরে এই নির্মাতার কোনো ছবিতে দেখা যায়নি জয়াকে।
তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, ‘দশম অবতার’ দিয়ে আবার ফিরছেন এ জুটি। ইতোমধ্যে সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে। সেখানে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় এই অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। জানা গেছে, এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন সৃজিত। সূত্র: আনন্দবাজার
জয়াও তার চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলছেন না। তাই এ চরিত্র এখনো রহস্যেই রয়ে গেছে। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বললেন, ‘এখুনি কিছু বলছি না। ধীরে ধীরে সবাই জানবে। আপাতত যে রহস্য তৈরি হয়েছে, সেটা নিয়েই থাকা যাক।’
সৃজিতের সঙ্গে যে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো। যে ছবিতে রয়েছে একঝাঁক ঝানু অভিনেতা। সেখানে কাজের অভিজ্ঞতা নতুন করে কিছু থাকে না।’
জয়া আহসান ছাড়াও ‘২২ শে শ্রাবণ’র প্রবীর রায় চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন। সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি