ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন! বন্দেভারত নিয়েও বড় আপডেট 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন! বন্দেভারত নিয়েও বড় আপডেট 

সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন! বন্দেভারত নিয়েও বড় আপডেট 

 আগামী সপ্তাহ থেকেই কার্যত উৎসবের মরশুম শুরু! বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো। আর এই উৎসবের মরশুমে বহু মানুষ বেড়াতে যান। বাঙালির কাছে বেড়াতে যাওয়া মানে 'দিপুদা'। অর্থাৎ দিঘা-পুরী এবং দার্জিলিং। পুরী-দার্জিলিংয়ের ট্রেনগুলিতে ইতিমধ্যে লম্বা ওয়েটিং লিস্ট। এই অবস্থায় যদিও পুরী যাওয়ার জন্যে বড়সড় স্বস্তির খবর। একমাস ধরে পুরীর উদ্দেশ্যে স্পেশাল (পুরী স্পেশাল ট্রেন) ট্রেন চালানো হচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি