এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
লিবিয়ায় ভয়াবহ ঝড়-বন্যায় ১০ সহস্রাধিক নিহত, সাহায্য পাঠানোর আবেদন প্রেসিডেন্সির
লিবিয়ার ঘূর্ণিঝড় ড্যানিয়েলে আঘাত হানার পর সুনামির আঘাতের মতো ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা এ বিপর্যয়ে পাহাড় ঘেরা শহর দারনা ধ্বংস স্তুপ ও মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। কেবল এ শহরটিতেই মারা গেছেন ৫ হাজার ৩০০ মানুষ।
আইসিআরসির লিবিয়া মিশনের প্রধান তামির রামাদান বলেছেন, আমরা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করে নিশ্চিত হয়েছি যে, তিন হাজারেরও বেশি নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে বলে আশংকা করছেন তারা।তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ভিডিও লিংকে জেনেভায় সাংবাদিকদেরকে এ কথা জানান।
প্রাথমিক খবরে বলা হয়েছিল, বন্যায় লিবিয়ার অসংখ্য গ্রাম ও শহর তলিয়ে গেছে। এতে বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানান, দারনার দু’টি বাঁধ ভেঙ্গে শহরটি ১০ ফুট পানির নীচে তলিয়ে গেছে।
সোমবার লিবিয়ার প্রেসিডেন্সি কাউন্সিল বন্যা কবলিত লোকদের সহায়তায় এগিয়ে আসার জন্য বন্ধু প্রতীম দেশসমূহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আবেদন জানিয়েছে।
পূর্বাঞ্চলীয় স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল-খারাজ বলেন, এ পর্যন্ত পরিবারের সনাক্ত করার পর ১৩০০ মরদেহ দাফন করা হয়েছে। খারাজ বলেন, তার ধারণা, কেবল দারনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।
ত্রিপোলি ভিত্তিক লিবিয়া সরকারের সড়ক ও সেতু বিভাগের প্রধান আল-জুনাইন সয়িদান বলেন, দারনার সড়ক ও সেতু নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মতে, শহরটি এসব কাঠামো নির্মাণে ব্যয় ৬ কোটি ৭০ লাখ ডলার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি