ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

২০০০ ফুট উঁচু থেকে পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন পর্বতারোহী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

২০০০ ফুট উঁচু থেকে পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন পর্বতারোহী

২০০০ ফুট উঁচু থেকে পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন পর্বতারোহী

গত শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পর্বত মাউন্ট তারানাকিতে এ ঘটনা ঘটে। এই পর্বতের শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ২৬১ ফুট। এ শৃঙ্গ জয় করতেই ওই পর্বতারোহীসহ সেখানে উঠছিল একটি দল। 

অভিযানের একপর্যায়ে মূলত পা ফসকে স্থানচ্যুতি ঘটে ওই পর্বতারোহীর। এতে তিনি সোজা পিছলে নিচে পড়ে আভিযাত্রিক দলের দৃষ্টিসীমার বাইরে চলে যান। পরে ওই দলে থাকা একজন দ্রুত নিচে নেমে আসেন ও উদ্ধারকাজে যুক্ত ‘তারানাকি অ্যালপাইন রেসকিউ’র এক সদস্যের সহায়তা নেন। পরে তারা ওই পর্বতারোহীকে সামান্য আহত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তিনি কেবল বরফে আচ্ছাদিত পর্বতে ওঠায় ব্যবহৃত কুঠার ও ক্রাম্পন (জুতার সঙ্গে লাগানো ধাতব নখর বিশেষ) হারিয়েছেন।

নিউজিল্যান্ডের পুলিশ ওই পর্বতারোহীকে অতি ভাগ্যবান বলে উল্লেখ করে। কারণ এর আগে ২০২১ সালের মে মাসে ওই পর্বত থেকে পড়ে দুইজন প্রাণ হারিয়েছিলেন। অথচ তারা পড়েছিলেন ১ হাজার ফুট ওপর থেকে। 

তারানাকি অ্যালপাইন রেসকিউ বলেছে, এখন সেখানে বসন্তের আবহাওয়া বিরাজ করছে। এতে ওই পর্বতের বরফ নরম অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, বরফের এ অবস্থা ওই পর্বতারোহীর প্রাণ রক্ষায় সহায়ক হিসেবে কাজ করেছে। স্থানীয় পুলিশও এমনটিই ধারণা করছে। তবে উদ্ধারের বিষয়ে উদ্ধারকারীদের পক্ষ থেকে ওই ব্যক্তি সম্পর্কে  আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি