ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার শিপইয়ার্ডে আগুন, ২ জাহাজ ক্ষতিগ্রস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার শিপইয়ার্ডে আগুন, ২ জাহাজ ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার শিপইয়ার্ডে আগুন, ২ জাহাজ ক্ষতিগ্রস্ত

 রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে এ হামলায় ইউক্রেনীয় বাহিনী স্পিডবোট ব্যবহার এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্টোপল শিপইয়ার্ডে হামলার বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।  টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের নিক্ষেপ করা ১০ ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং তিনটি বোটই একটি টহল জাহাজ ধ্বংস করে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি মেরামতের জন্য সেখানে রাখা হয়েছিল।

ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপলের মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, ভোরে চালানো এই হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, ‘হামলাস্থলে জরুরি পরিষেবার সকল সংস্থা কাজ করছে। শহরে বেসামরিক অবকাঠামোর প্রতি এখন আর কোনও বিপদ নেই।’

ক্রিমিয়া উপদ্বীপের কৌশলগত গুরুত্বপূর্ণ এই শিপইয়ার্ডে রাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরের জাহাজ এবং সাবমেরিন তৈরি ও মেরামত করা হয়ে থাকে। কৃষ্ণসাগরের এই নৌবহর থেকে ইউক্রেনে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় ইউক্রেন কখনোই প্রকাশ্যে স্বীকার করে না। তবে সাম্প্রতিক মাসগুলোতে দেশটি বলে আসছে, রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস হওয়া কিয়েভের পাল্টা আক্রমনের জন্য সহায়ক হচ্ছে। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি