এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
ভিয়েতনামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫০
মঙ্গলবার রাতে হ্যানয়ের একটি ৯ তলা বাড়িতে আগুন লেগে এই নিহতের ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
কীভাবে ওই ভবনটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ওই বিল্ডিংয়ে অন্তত ৪৫টি পরিবারের বাস। রাত্রিবেলা যখন সেখানে আগুন লাগে, তখন বাসিন্দাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন। ফলে সেই অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান অনেকে। খবর পেয়ে দমকল এসে পৌঁছালেও দমকলকর্মীরা সেখানে পৌঁছাতে পারছিলেন না। কারণ বিল্ডিংটি সরু একটি গলির মধ্যে অবস্থিত। বাড়িটি থেকে ৪০০ মিটার দূরে পার্ক করে রাখা হয় দমকলের গাড়ি। আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি অগ্নিদগ্ধদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
বুধবার সকালে ভিয়েতনামের ড্যান ট্রি সংবাদপত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে ভর্তি হওয়া ৫৪ জনের মধ্যে ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা।
বুধবার সকালের মধ্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকাজ চলছে এখনও। বাড়ির কোথাও কেউ আটকে রয়েছেন কিনা, তা তন্নতন্ন করে খুঁজে দেখা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি